ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার কথা ভাবছে জার্মানি

By স্টার অনলাইন ডেস্ক
20 September 2025, 09:44 AM
UPDATED 20 September 2025, 15:57 PM

আগামী অক্টোবরে কোপেনহেগেনে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনের আগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে ভাবছে জার্মানি। স্পেনে সফররত জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মেরৎজ এমন ইঙ্গিত দিয়েছেন।

চ্যান্সেলর মেরৎজ বলেন, 'এই বিষয়ে আমরা দ্রুত জার্মান সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। এখন তা নিয়ে ইউরোপীয় পর্যায়ে আলোচনা চলছে।'

তিনি আরও বলেন, 'আগামী সপ্তাহে জার্মান মন্ত্রিসভায় এসব বিষয় নিয়ে আলোচনা হবে। ধারণা করছি, আগামী ১ অক্টোবর কোপেনগেহেনের অনানুষ্ঠানিক বৈঠকে আমাদের অবস্থান জানাতে পারবো।'

গত বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়ে বলে, গত বুধবার ইউরোপীয় কমিশন গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যচুক্তি স্থগিতের প্রস্তাব দেয়। এর ফলে ইউরোপীয় ইউনিয়নের বাজারে ইসরায়েলের ছয় দশমিক ৮৭ বিলিয়ন ডলার রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে।

সম্প্রতি জার্মানি মিত্র ইসরায়েলের সমালোচনা করলেও তারা ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নারাজ।