ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৬০

By স্টার অনলাইন ডেস্ক
1 October 2025, 03:32 AM
UPDATED 2 October 2025, 12:32 PM

ফিলিপাইনে শক্তিশালী ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে সেবু দ্বীপে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আজ বুধবার এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৫৯ মিনিটে সেবু দ্বীপের উত্তর প্রান্তে ৯০ হাজার মানুষের শহর বোগোর কাছাকাছি আঘাত হানে।

দেশটির সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের উপপ্রশাসক রাফায়েলিতো আলেহান্দ্রো ম্যানিলায় সাংবাদিকদের বলেন,

'আমরা হতাহতদের নতুন নতুন পরিসংখ্যান পাচ্ছি। পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। আমরা এমন প্রতিবেদন পাচ্ছি যেখানে বলা হয়েছে, ভূমিকম্পে প্রায় ৬০ জন নিহত হয়েছেন।'

সেবু প্রদেশের গভর্নর পামেলা বারিকুয়াত্রো জানান, শুধু বোগো শহরেই সেবু প্রাদেশিক হাসপাতালে ২৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

তিনি ফেসবুকে লিখেছেন, 'আহতের সংখ্যা এত বেশি যে, অনেককে হাসপাতালে ভেতরে না নিয়ে বাইরে চিকিৎসা দিতে হয়েছে।'

ওই প্রদেশের অন্যত্র আরও ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিল জানিয়েছে, ভূমিকম্পে ১৪৭ জন আহত হয়েছেন এবং অন্তত ২২টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।