ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলা

By স্টার অনলাইন ডেস্ক
29 October 2025, 05:26 AM

ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা পারসাদ-বিসসেসারকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ভেনেজুয়েলা। দুই দেশই ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমকে কেন্দ্র করে বিরোধে জড়িয়ে আছে।

মঙ্গলবার ভেনেজুয়েলার জাতীয় পরিষদ পারসাদ-বিসসেসারের বিরুদ্ধে এই সিদ্ধান্তের পক্ষে ভোট দেয়। এতে তাকে দেশটিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আল জাজিরা তাদের প্রতিবেদনে এমনটি জানিয়েছে। 

পারসাদ-বিসসেসার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন। একদিন আগে বার্তাসংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তারা কেন এমনটা মনে করবে যে আমি ভেনেজুয়েলায় যেতে চাই?

দেশ দুটি একটি ছোট উপসাগর দিয়ে বিভক্ত। এদের মধ্যে সর্বনিম্ন দূরত্ব মাত্র ১১ কিলোমিটার। গত কয়েক সপ্তাহে ওই অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রমকে কেন্দ্র করে দেশ দুটি দ্বন্দ্বে জড়িয়েছে।

উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি এবং সন্দেহভাজন মাদকবাহী নৌকাগুলোর ওপর হামলার প্রচেষ্টাকে সমর্থন জানানো ক্যারিবীয় নেতাদের একজন পারসাদ-বিসসেসার।

তিনি প্রথম ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দেওয়ার পর ২ সেপ্টেম্বর তিনি বলেন, আমিসহ দেশের অধিকাংশ মানুষ এই কারণে খুশি যে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী তাদের মিশনে সফল হচ্ছে।  পাচারকারীদের জন্য আমার কোনো সহানুভূতি নেই। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উচিত তাদের সবাইকে হত্যা করা।

এই অবস্থান নিয়ে মাদুরো সরকারের সঙ্গে তার বিরোধ তৈরি হয়েছে। চলতি সপ্তাহে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো জাতিসংঘের সাধারণ পরিষদে বলেন, মার্কিন হামলাগুলো অবৈধ এবং পুরোপুরি অনৈতিক সামরিক হুমকি, যা আমাদের মাথার ওপর ঝুলে আছে।

সম্ভাব্য আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কথা উল্লেখ করে আইন বিশেষজ্ঞরা মার্কিন অভিযানকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করেছেন।