ব্রাজিলে মাদকচক্রের বিরুদ্ধে পুলিশি অভিযানে ৪ পুলিশসহ ১১৯ জন নিহত

By স্টার অনলাইন ডেস্ক
30 October 2025, 05:20 AM

ব্রাজিলে মাদকচক্রের বিরুদ্ধে রক্তক্ষয়ী পুলিশি অভিযানে অন্তত ১১৯ জন নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার রিও ডি জেনেইরো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বুধবারের রাজধানী রিও ডি জেনেইরোর এক মহল্লায় মর্মান্তিক দৃশ্যের অবতারণা হয়।

এএফপির প্রতিবেদক সেখানে দেখতে পান, মহল্লার বাসিন্দারা স্বজনদের মরদেহ সারিবদ্ধভাবে মাটিতে ফেলে রেখেছেন।

ব্রাজিলের রাজধানীর দরিদ্র এলাকাগুলোতে জেঁকে বসা বিতর্কিত মাদক ব্যবসা ও মাদক চক্রগুলোর বিরুদ্ধে সরকারের ততোধিক কঠোর দমন-পীড়ন মূলক অভিযানকে সামনে নিয়ে এসেছে এই ঘটনা।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সংগঠিত অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এটি যাতে পুলিশ বা সাধারণ নাগরিকদের ঝুঁকিতে না ফেলে।

brazil
মাদকচক্র লুলার কপালে ভাঁজ ফেলেছে। ছবি: এএফপি

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১১৯ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে ১১৫ জন সন্দেহভাজন অপরাধী এবং চারজন পুলিশ সদস্য রয়েছেন।

পুলিশের বিরুদ্ধে 'হত্যাকাণ্ডের' অভিযোগ এনেছেন নিহতদের পরিবারের সদস্যরা।

অন্যদিকে রাজ্য সরকার একে একটি সফল অভিযান হিসেবে অভিহিত করেছে। তারা বলেছে, এ অভিযান রিও ডি জেনেইরোর বিস্তৃত এলাকায় আধিপত্য বিস্তারকারী একটি শক্তিশালী অপরাধচক্রের বিরুদ্ধে পরিচালিত হয়েছে।

Brazil
ব্রাজিলের মাদক চক্রের কাছ থেকে উদ্ধার করা অ্যাসল্ট রাইফেল। ছবি:

লুলা এক্সে এক পোস্টে বলেন, এ ধরনের সংগঠিত অপরাধ পরিবার ধ্বংস করে, বাসিন্দাদের দমিয়ে রাখে এবং শহরজুড়ে মাদক ও সহিংসতা ছড়িয়ে দেয়। এটা মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, আমাদের সমন্বিতভাবে এমনভাবে কাজ করতে হবে, যাতে মাদক পাচারের মূল শিকড়ে আঘাত হানা যায়। তবে নিরপরাধ পুলিশ সদস্য, শিশু বা কোনো পরিবারকে ঝুঁকিতে ফেলা যাবে না।