শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল-বিলম্ব

By স্টার অনলাইন ডেস্ক
8 November 2025, 04:19 AM
UPDATED 8 November 2025, 10:29 AM

শাটডাউনে যুক্তরাষ্ট্রে সরকারি তহবিল বন্ধ থাকায় গতকাল শুক্রবার নতুন নির্দেশনার প্রথম দিনে পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এয়ারলাইনসের ফ্লাইট সংখ্যা কমাতে হবে।

এই নিয়ম শুক্রবার থেকে দেশের ৪০টি ব্যস্ত বিমানবন্দরে শুরু হয়েছে, যেন বিমান চলাচল নিয়ন্ত্রক এবং অন্যান্য ফেডারেল কর্মীদের ওপর চাপ কমানো যায়। তারা বেতন না পেয়ে কাজ করছেন। শাটডাউনের শুরু থেকে জরুরি সেবার আওতায় থাকা কর্মীরা অসুস্থতার ছুটি নিচ্ছেন বা জীবিকা নির্বাহের জন্য অন্য ধরনের কাজ করছেন।

কর্মীসংখ্যা কম থাকায় ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক জরুরি আদেশ জারি করেছে। আদেশ অনুযায়ী প্রথমে ফ্লাইট সংখ্যা ৪ শতাংশ কমানো হবে, যা আগামী সপ্তাহের শেষ নাগাদ ১০ শতাংশ পর্যন্ত হবে।

এফএএ বলছে, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, শিকাগো ও ওয়াশিংটন ডিসির প্রধান বিমানবন্দরে নতুন নির্দেশনা অনুযায়ী ফ্লাইট কমানো হয়েছে, কারণ বিমান চলাচল নিয়ন্ত্রকরা কর্মী ঘাটতি ও ক্লান্তিতে ভুগছেন।

পরিবহনমন্ত্রী শন ডাফি শুক্রবার বিবিসিকে জানান, ফ্লাইট কমানোর এই নির্দেশনা আন্তর্জাতিক ভ্রমণে এখনও প্রভাব ফেলেনি, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক চুক্তি মেনে চলতে হবে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডাফি বলেছেন, যদি সরকারি শাটডাউন চলতে থাকে এবং বিমান চলাচল নিয়ন্ত্রকরা অনুপস্থিত থাকেন, তবে ফ্লাইট কমানোর হার ২০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে।

৩৮ দিনের শাটডাউন কখন শেষ হবে তা এখনও স্পষ্ট নয়—তবে কংগ্রেসে কিছু অগ্রগতি দেখা দিয়েছে। শাটডাউনের প্রথম কয়েক সপ্তাহে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে প্রায় কোনো আলোচনাই হয়নি। এখন আলোচনা শুরু হয়েছে এবং উভয়পক্ষ মনে করছে, কোনো চুক্তি হতে পারে।

শুক্রবার ডেমোক্র্যাটরা একটি সম্ভাব্য তহবিল বিল প্রস্তাব করেছেন। তবে এটি পাস হওয়ার সম্ভাবনা কম, কারণ রিপাবলিকানদের সমর্থন নেই। সিনেটে ৬০টি ভোট দরকার, কিন্তু সেখানে ৫৩ রিপাবলিকান ও ৪৭ ডেমোক্র্যাট রয়েছেন।

শাটডাউন শুরু হওয়ার পর থেকে রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট বারবার স্বল্পকালীন তহবিল বিল পাসের ভোট দিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি।