স্টারবাকসে কর্মী-ধর্মঘট, সমর্থন দিয়ে মামদানি বললেন, ‘নো কফি’
বিশ্বখ্যাত কফিশপ স্টারবাকসে চলছে কর্মী ধর্মঘট। ভালো বেতন-ভাতা তথা চুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে ধর্মঘট চালিয়ে যাচ্ছেন কর্মীরা। ধর্মঘটে যোগ দেওয়া ব্যক্তিদের প্রতি সমর্থন জানিয়ে স্টারবাকস 'বর্জনের' হুমকি দিলেন নিউইয়র্কের সদ্য নির্বাচিত মেয়র জোহরান মামদানি।
গতকাল শুক্রবার জোহরান মামদানির এক্স বার্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে।
সেই দিন জোহরান মামদানি তার এক্স অ্যাকাউন্টে ১০ লাখের বেশি ফলোয়ারকে লক্ষ্য করে বলেন, 'সারাদেশে স্টারবাকসের কর্মীরা ন্যায্য বেতন-ভাতা বা চুক্তির দাবিতে ধর্মঘট করছেন। কর্মীরা যতদিন ধর্মঘট চালিয়ে যাবেন ততদিন আমি স্টারবাকস থেকে কিছু কিনবো না। আপনাদেরকেও অনুরোধ করছি না কেনার জন্য।'
৩৪-বছর বয়সী এই ডেমোক্র্যাট আরও বলেন, 'আমরা সবাই মিলে শক্তিশালী বার্তা দিতে চাই: নো কন্ট্রাক্ট, নো কফি।'
সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়, একইদিনে প্রতিষ্ঠানটির কর্মীদের সংগঠন স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেড ঘোষণা দিয়েছে যে তারা তাদের ধর্মঘটকে 'রেড কাপ রেবেলিয়ন' আখ্যা দিয়েছে। সমাজমাধ্যমে সংগঠনটি লিখেছে তারা যুক্তরাষ্ট্রজুড়ে আনুষ্ঠানিকভাবে ধর্মঘট চালিয়ে যাচ্ছে। এটি স্টারবাকসের ইতিহাসে কর্মীদের সবচেয়ে দীর্ঘ ধর্মঘট হতে যাচ্ছে।
ধর্মঘট চলা পর্যন্ত কাউকে স্টারবাকসের পণ্য না কেনার অনুরোধ করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে 'নো কন্ট্রাক্ট নো কফি' হ্যাশট্যাগ দিয়ে প্রচারণাও চালানো হচ্ছে।
ফক্স নিউজের পক্ষ থেকে জোহরান মামদানি ও স্টারবাকসের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
গত ১৩ নভেম্বর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠান ও কর্মীদের ইউনিয়নের মধ্যে দেন-দরবার থেমে যাওয়ার প্রেক্ষাপটে স্টারবাকসের ইউনিয়নভুক্ত এক হাজারের বেশি কর্মী যুক্তরাষ্ট্রের ৪০টির বেশি শহরে ধর্মঘট করছেন।

