অনুমতি পেয়ে ভাই ইমরান খানের সঙ্গে কারাগারে দেখা করলেন বোন উজমা
অবশেষে কারাবন্দি ভাই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আদিয়ালা কারাগারে দেখা করার অনুমতি পেয়েছেন বোন উজমা খান।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার কর্তৃপক্ষের অনুমতি পেয়ে উজমা তার ভাইয়ের সঙ্গে দেখা করতে কারাগারের ভেতরে যান।
এসময় কারাগারের বাইরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির সমর্থকরা জড়ো হন।
সাবেক প্রধানমন্ত্রী ইমরানের সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাতের ওপর বিধিনিষেধের বিরুদ্ধে আজ ইসলামাবাদ হাইকোর্ট ও আদিয়ালা কারাগারের বাইরে পিটিআই সমর্থকরা বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীদের দাবি, গত কয়েকমাস ধরে ইমরানের পরিবার ও দলের নেতাদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি।
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির মতে, গত ২৭ অক্টোবর থেকে কাউকে ইমরান বা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি।
পিটিআইয়ের বিক্ষোভের আগে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করা হয়।
ইমরান খানের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়ার মধ্যেই গত সপ্তাহে ভারতের এবং আফগানিস্তানের সংবাদমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে যায়।
তবে পাকিস্তান সরকার এসব সংবাদকে তাৎক্ষণিকভাবে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করে।
কারা কর্তৃপক্ষও জানায় যে, ইমরান খান সুস্থ আছেন।
২০২৩ সালের আগস্ট থেকে জেলে রয়েছেন ইমরান খান। তাকে ইতোমধ্যে রাষ্ট্রীয় উপহার আত্মসাৎ ও দুর্নীতির মামলায় ১৪ বছর কারাদণ্ড দিয়েছে ইসলামাবাদ আদালত। তার বিরুদ্ধে আরো শতাধিক মামলা রয়েছে।
সম্প্রতি ইমরান খানের তিন বোন—নুরিন নিয়াজি, আলিমা খান ও ড. উজমা খান রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল কর্তৃপক্ষের কাছে ইমরানের সঙ্গে দেখা করার জন্য বেশ কয়েকবার অনুমতি চান।
