ইন্দোনেশিয়ার জাকার্তায় সাততলা ভবনে আগুন, নিহত অন্তত ২০

By স্টার অনলাইন ডেস্ক
9 December 2025, 11:26 AM

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সাততলা একটি ভবনে আগুন লেগেছে। 

আজ মঙ্গলবারের এ ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সেন্ট্রাল জাকার্তা পুলিশের প্রধান সুস্যাত্যো পুরনোমো কন্দ্রো সাংবাদিকদের জানান, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে এবং উদ্ধারকার্যক্রম চলছে। 

তিনি রয়টার্সকে বলেন, দুপুরের দিকে ভবনের প্রথম তলায় আগুন লাগে এবং পরে তা ওপরের তলাগুলোতেও ছড়িয়ে পড়ে।

কন্দ্রো আরও জানান, আগুন লাগার সময় ভবনের ভেতরে অনেক কর্মী দুপুরের খাবার খাচ্ছিলেন। আর কিছু কর্মী তখন অফিস থেকে বেরিয়েও গিয়েছিলেন।

ভবনটি জাপানের ড্রোন কোম্পানি 'টেরা ড্রোন'-এর ইন্দোনেশিয়া অফিস হিসেবে ব্যবহৃত হতো।

দেশটির স্থানীয় সম্প্রচারমাধ্যম কোম্পাস টিভির প্রচারিত ফুটেজে দেখা গেছে, ডজনখানেক দমকলকর্মী ভবনের ভেতর থেকে লোকজনকে বের করে আনার চেষ্টা করছেন। কেউ কেউ মরদেহের ব্যাগ বহন করে নিচে নামছেন।