ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা দেবে ইলন মাস্কের স্টারলিংক

By স্টার অনলাইন ডেস্ক
4 January 2026, 14:28 PM

ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্টারলিংক।

ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্পেস এক্স এই সেবা পরিচালনা করে থাকে।

ভেনেজুয়েলা হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে যুক্তরাষ্ট্র। আটকের পর মাদুরোকে যুক্তরাষ্ট্রের আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে। এসব ঘটনার পর এলো স্পেস এক্সের এই ঘোষণা। 

প্রতিষ্ঠানটি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে জানায়, '৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলার জনগণকে বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়া হবে।'

নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলায় ইন্টারনেট সেবার ওপর সরাসরি নিয়ন্ত্রণ বজায় রেখে এসেছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রশাসন। ইন্টারনেট সেবা প্রায়ই বন্ধ করে দেওয়া হোত। ইন্টারনেট ব্যবহারেও ছিল নানা বিধিনিষেধ। বিশেষত, দেশটিতে কোনো ধরনের বিক্ষোভ দানা বাঁধলেই ইন্টারনেট সেবা বন্ধ করা বেশ স্বাভাবিক ঘটনা ছিল। 

এক্সের সত্ত্বাধিকারী ইলন মাস্কের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ যোগাযোগ আছে। এর আগে ট্রাম্পের প্রশাসনে কিছুদিন কাজও করেছেন তিনি।

গত শনিবার ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্র। পরে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, 'যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সফলভাবে বড় আকারের হামলা চালিয়েছে। মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।'