ব্যাপক ড্রোন হামলায় ইউক্রেনের ২ অঞ্চল অন্ধকারে নিমজ্জিত
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের একটি অভিনব দিক হলো কিয়েভের জ্বালানি অবকাঠামোয় মস্কোর ধারাবাহিক হামলা। এ ধরনের আরেকটি বড় আকারের হামলায় ইউক্রেনের নিপ্রোপেত্রোভস্ক ও ঝাপোরিঝঝিয়া অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়েছে।
যার ফলে ওই দুই অঞ্চলের হাজারো মানুষ অন্ধকারে, বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। শীতের মৌসুমে বিদ্যুতের অভাবে বাড়ির তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা অকেজো হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন তারা।
আজ বৃহস্পতিবার এএফপির প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
ইতোমধ্যে উল্লেখিত অঞ্চলের তাপমাত্রা শূন্যের নিচে নেমেছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে আগ্রাসন শুরুর পর থেকে প্রতিটি শীতের মৌসুমে এ ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এতে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়েছে। বাড়িকে উষ্ণ রাখার হিটিং প্রক্রিয়াও বিঘ্নিত হয়েছে।
ইউক্রেন ও তার মিত্রদের ভাষ্য, এটা বেসামরিক জনগণকে দুর্ভোগে ফেলার কৌশল।
ইউক্রেনের রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহ সংস্থা ইউক্রেনেরগো বুধবার মধ্যরাতের ঠিক আগে জানায়, 'শত্রুরা বেশ কয়েকটি অঞ্চলের জ্বালানি অবকাঠামোর ওপর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে।'
'হামলার ফলে নিপ্রোপেত্রোভস্ক ও ঝাপোরিঝঝিয়া অঞ্চলের বেশিরভাগ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ আছে', যোগ করে সংস্থাটি।
নিপ্রোপেত্রোভস্কের সামরিক প্রধান ভ্লাদিস্লাভ গাইভানেঙ্কো জানান, ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোগুলো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক মাধ্যম টেলিগ্রামে পোস্ট করে তিনি বলেন, 'পরিস্থিতি খুবই নাজুক। যখনই নিরাপত্তা ফিরে আসবে, কর্মীরা মেরামতের কাজ শুরু করবেন।'
ঝাপোরিঝঝিয়ায় কিছু 'গুরুত্বপূর্ণ কাঠামোয়' বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনা হয়েছে। তবে বেশিরভাগ সাধারণ মানুষ এখনো বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন বলে নিশ্চিত করেছেন গভর্নর আইভান ফেদোরভ।
ফেদোরভ জানান, পানি সরবরাহ আবারও চালু হয়েছে।
'আমরা দিন-রাত কাজ করে যত দ্রুত সম্ভব সব ভোক্তার বিদ্যুৎ সরবরাহ ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছি', বলেন ফেদোরভ।
এ ধরনের হামলার জবাবে ইউক্রেনও রুশ তেল সংরক্ষণাগার ও পরিশোধনাগারে হামলা চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য, মস্কোর অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কার্যক্রমকে বিঘ্নিত করে সরবরাহ সংকট তৈরি করা।
তবে এখন পর্যন্ত সে লক্ষ্য পূরণের ধারেকাছেও যেতে পারেননি ভলোদিমির জেলেনস্কি ও তার প্রশাসন। ক্রমেই ভ্লাদিমির পুতিনের রণকৌশলের কাছে মাথা নত করার দিকে আগাচ্ছেন সাবেক কমেডিয়ান থেকে দেশের প্রেসিডেন্টে রূপান্তরিত জেলেনস্কি। এমনটাই মত বিশ্লেষকদের।

