ঢাকায় টিকে থাকতে দরদামের কিছু কৌশল

By আসিফ আহমেদ রুদ্র
4 December 2025, 15:44 PM

যেকোনো মহানগরীতেই কঠিন বাস্তবতায় টিকে থাকতে হলে বিশেষ কিছু দক্ষতা থাকা জরুরি। বাংলাদেশের রাজধানী ঢাকাও তার ব্যতিক্রম নয়। ঢাকায় প্রতিদিনের বেঁচে থাকার জন্য যত রকম কৌশল আমাদের শিখতে হয়, তার মধ্যে সবচেয়ে জরুরি দক্ষতাগুলোর একটি হলো দরদাম করা।

কঠিন পথে শেখা

হয়তো ভাবছেন, ঢাকায় দরদাম—এ আর এমন কী বিষয়! কারণ সারাজীবন তো দরদাম করেই এসেছেন। তাহলে ঢাকায় এসে সেই দরদামের আবার কী ভিন্নতা থাকতে পারে।

মূলত জীবনের প্রতিটি ক্ষেত্রেই ঢাকা শক্ত অবস্থান চায়। দরদামও কিন্তু এর বাইরে নয়। অন্য জায়গায় দরদামের একটা সাধারণ সূত্র সবারই জানা থাকে। ঢাকায় কিন্তু সে নিয়মটিও চলে না। এখানে যদি আপনি দরদামে জিততে চান, তাহলে আপনাকে এই শহর সম্পর্কে যেমন জানতে হবে, তেমনি বুঝতেও হবে। আর সেটার একমাত্র উপায় হলো অভিজ্ঞতা থেকে শেখা।

gauchia_shopping_mg_9103.jpg
স্টার ফাইল ফটো

কিন্তু অভিজ্ঞতা যে সবসময় আপনার জন্য সুখকর হবে, তা নয়। ঢাকায় দরদাম শেখার জন্য কয়েক মাসের অভিজ্ঞতা লাগে। আর এই সময়টাতে অনেক তিক্ত অভিজ্ঞতাও থাকবে।

উদাহরণ হিসেবে আমার কথাই বলি। একবার আমি এক জোড়া জিন্স কিনেছিলাম দেড় হাজার টাকায়। পরে জানতে পারলাম, আরেকটু সাবধানী হয়ে দরদাম করলে একই জিনিসই আমি ৪০০ টাকায় কিনতে পারতাম।

যার সঙ্গে দরদাম করছেন তাকে বুঝুন

দরদামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, আপনি যার সঙ্গে দরদাম করছেন তাকে বুঝতে শিখুন। সেখানেই নির্ভর করছে আপনার কৌশল। রিকশাচালকের সঙ্গে ভাড়া নিয়ে দরদাম করার সময় শান্ত থাকুন। রাস্তায় আপনি যত জোরে চিৎকার করবেন, তত বেশি ভাড়া আপনাকে গুনতে হবে। অনেক সময় রিকশাওয়ালারা ভেবে নেয় আপনি এই রাস্তা চিনেন না। তাই ভাড়া ঠিক করার আগে গন্তব্য স্থান সম্পর্কে জানাটা জরুরি।

আবার কাপড়ের দোকানে দরদাম কিন্তু সম্পূর্ণ ভিন্ন বিষয়। আপনি কোন শপিং মলে গেছেন, দোকানটা কোথায় রয়েছে তার ওপরও দাম নির্ভর করে। আপনি কী দাম বলবেন সেটাও বুঝতে হবে। এক্ষেত্রে কাপড়ের মান এবং ধরন অনুযায়ী দাম কেমন হতে পারে, তা জানা থাকলে এক্ষেত্রে কাজে লাগে।

new_market_9209.jpg
স্টার ফাইল ফটো

কাপড়ের দরদাম যখন করবেন, তখন দামদরের আগে ধৈর্য রাখবেন। দোকানদার অনেক বেশি দাম বলতে পারে, এক্ষেত্রে কোনোভাবেই না রেগে ঠান্ডা মাথায় দরদাম করতে হবে। প্রয়োজনে ওই দোকান ছেড়ে পাশের আরেকটি দোকানে চলে যাওয়ার মানসিক প্রস্তুতি রাখতে হবে।

কাঁচাবাজারে দরদামের বিষয়টি নির্ভর করে আবার সময় ও আবহাওয়ার ওপর। সকাল ও বিকেলে দামের মধ্যে যেমন ফারাক থাকে, তেমনি বৃষ্টির দিনে কাঁচাবাজারে জিনিসপত্রের দাম বেড়ে যায়। আবার সুপারশপে বা মুদি দোকানে এক্ষেত্রে দরদামের সুযোগ নেই বললেই চলে।

দরদামের বিষয়টি স্বাভাবিকভাবে নিন

অনেকেই দরদাম করতে গিয়ে বিরক্ত হন বা রেগে যান। কিন্তু আপনি যদি ঢাকায় থাকতে চান, তাহলে দরদাম করার বাস্তবতা আপনাকে মেনে নিতেই হবে। কারণ এই শহরে দরদাম আমাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং যত দ্রুত এটিকে মেনে নেবেন, জীবন ততই সহজ হবে।

আমি যখন প্রথম ঢাকায় আসি, একবার মামার সঙ্গে বেরিয়েছিলাম। মামা একটা রিকশা ডাকলেন। ভাড়া জিজ্ঞেস করতেই রিকশাওয়ালা স্বাভাবিক ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া চাইল। মামা রাগ না করে শান্তভাবে বললেন, 'তুমি যেমন ভাড়া বেশি চাচ্ছ, আমিও তেমন অর্ধেক বলছি। এখন তুমি নিজেই ঠিক করো, স্বাভাবিক ভাড়ায় যাবে, নাকি সময় নষ্ট করবে?' অবাক করার মতো হলেও কথাটি তখন কাজ করেছিল। আমিও নতুন একটি শিক্ষা পেলাম যে, দরদাম করার সময় মাথা ঠান্ডা রাখতে হয়।

তবে দরদাম কোনো আনন্দের বিষয় নয়। অনেক সময় এটি ক্লান্তিকর ও বিরক্তিকর। কিন্তু ঢাকায় এটি দৈনন্দিন জীবনেরই একটি অংশ। যেমন: লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা, বিজয় সরণির সিগন্যালে আটকে থাকা কিংবা ট্রাফিকের দীর্ঘ যন্ত্রণা। তবে আমি এটা মেনে নিয়েছি। আপনি কি নিয়েছেন?