তানজিম তানিমের নতুন বই ‘রুম নম্বর ১০১’

By স্টার অনলাইন ডেস্ক
23 September 2025, 12:40 PM
UPDATED 23 September 2025, 18:52 PM

প্রকাশ হয়েছে তরুণ কথাসাহিত্যিক তানজিম তানিমের নতুন বই "রুম নম্বর ১০১"।  থ্রিলার ধরনের উপন্যাসটি শব্দকথা প্রকাশনী থেকে এই সপ্তাহে প্রকাশিত হয়েছে। এই উপন্যাস লেখক একজন পুলিশ অফিসারের সাইকো থ্রিলারে পরিণত হওয়ার বাস্তবতাকে তুলে ধরেছেন। এটি শুধুমাত্র একটি গল্প নয়—এতে বাস্তব সমাজচিত্রের প্রতিফলন ঘটেছে।

কবি, গল্পকার এবং ব্যাংক কর্মকর্তা তানজিম তানিমের পুরো নাম মুহাম্মদ তানজিমূল ইসলাম। তিনি  বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন গল্প, কবিতা ও নাটক লিখেছেন। তার রচিত নাটক ক্যাম্পাসে মঞ্চস্থ হয়েছে। বেশ কিছু গবেষণা প্রবন্ধও প্রকাশিত হয়েছে। তার উল্লেখযোগ্য বই— মুয়াযযিন, একজন লেখকের গল্প, তক্ষক, মেঘকুটির এবং কাঁকন।

"রুম নম্বর ১০১" বইটি রকমারিসহ বিভিন্ন অনলাইন ও বইয়ের দোকানে পাওয়া যাবে।