জাতীয় কবিতা উৎসব শুরু ১ ফেব্রুয়ারি
'সংস্কৃতিবিরোধী আস্ফালন রুখে দেবে কবিতা' প্রতিপাদ্য নিয়ে দুই দিনব্যাপী জাতীয় কবিতা উৎসব শুরু হচ্ছে আগামী ১ ফেব্রুয়ারি। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই উৎসব অনুষ্ঠিত হবে।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় জাতীয় কবিতা পরিষদ।
সংবাদ সম্মেলনে পরিষদের সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, ১৭ বছরের অন্ধকার দূরীভূত করে সংস্কৃতিবিরোধী আস্ফালন রুখে দিতে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে জাতীয় কবিতা পরিষদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, প্রধান সমন্বয় মানব সুরত, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, কবি মতিন বৈরাগী, শ্যামল জাকারিয়া, শাহীন চৌধুরীসহ প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই দিনের এই উৎসবে দেশের কবি, লেখক, সাংবাদিক, সাংস্কৃতিককর্মী, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি বিদেশের খ্যাতিমান কবি-সাহিত্যিকরাও অংশ নেবেন।
উৎসবটি উদ্বোধন করবেন জুলাইয়ে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফরুকী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সুইমিংপুল চত্বরে জাতীয় কবিতা উৎসবের দপ্তর খোলা হয়েছে। অংশ নিতে আগ্রহীরা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দপ্তরে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন ফি ২০০ টাকা।
এছাড়া https://npcbd.com/utsob26 বা https://jatiyokobitaparishad.com/utsob26 লিংকে রেজিস্ট্রেশন করা যাবে।