লাকসামে অনুমোদনহীন ক্রসিংয়ে ট্রেনের ধাক্কার নিহত ৩

By নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা
6 December 2022, 05:45 AM
UPDATED 6 December 2022, 12:14 PM

কুমিল্লার লাকসামে খিলার টুঘুরিয়ায় অনুমোদনহীন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাকসাম রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক আব্দুল আলীম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

আহত ও নিহতদের সবাই অটোরিকশার যাত্রী উল্লেখ করে তিনি আরও বলেন, 'নিহতের সংখ্যা বাড়তে পারে।'

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার ডেইলি স্টারকে বলেন, 'টুঘুরিয়া রেলক্রসিংটির কোনো অনুমোদন নেই। এটি অবৈধ ক্রসিং।'