বিএম ডিপোতে আবারও আগুন, ২০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
13 December 2022, 10:45 AM
UPDATED 13 December 2022, 17:16 PM

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ আগুন লাগে।

তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সিরাজ মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'মঙ্গলবার বিকেল ৩টার দিকে ডিপোর একটি শেডে আগুন লাগার খবর পাই। ঘটনাস্থলে দুটি ইউনিট গিয়ে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।'

তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানানো যাবে।'

উল্লেখ্য, গত ৪ জুন বিএম ডিপোতে কেমিক্যাল বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫১ জন নিহত ও দুই শতাধিক আহত হন। 

দুর্ঘটনার পর ডিপোর সব ধরণের কার্যক্রম চট্টগ্রাম কাস্টমস বন্ধ করে দিলেও, গত ২৪ নভেম্বর থেকে কার্যক্রম চালু করার অনুমতি পায় ডিপো কর্তৃপক্ষ। 

যোগাযোগ করা হলে বিএম কনটেইনার ডিপোর পরিচালক মুজিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ডিপোর ভেতরে একটি শেডে রপ্তানির জন্য আনা কিছু পাটজাতীয় পণ্যে আগুনের লাগে। আগুন লাগার ১০-১৫ মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসে।'

'ক্ষয়ক্ষতি সর্বোচ্চ ২ লাখ টাকার মতো হবে। ভয় থেকে আমরা ফায়ার সার্ভিসকে অবহিত করি যেন আগের মতো বড় কোনো দুর্ঘটনা না ঘটে,' যোগ করেন তিনি। 

আগুন নিয়ন্ত্রণে নিজস্ব ফায়ার ইউনিট সিস্টেম রাখা, কেমিক্যাল পণ্যের জন্য আলাদা শেড নির্মাণসহ ৯টি শর্তে ডিপো কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছিল কাস্টমস। 

অনুমতি পাওয়ার ১৭ দিনের মধ্যে আবারও অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে জানতে চাইলে মুজিবর রহমান বলেন, 'আমরা কাস্টমসের সুপারিশ অনুযায়ী সবকিছু করছি। নিজস্ব ফায়ার সিস্টেম চালু করতে ইতোমধ্যে যন্ত্রপাতি আমদানি করা হয়েছে। খুব শিগগির তা স্থাপন করা হবে।'