নাদিয়াকে ধাক্কা দেওয়া ভিক্টর বাসের চালক ও সহযোগী গ্রেপ্তার

By স্টার অনলাইন রিপোর্ট
23 January 2023, 04:30 AM
UPDATED 23 January 2023, 10:40 AM

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ভিক্টর পরিবহনের চালক ও সহযোগীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আ. আহাদ জানান, আজ সোমবার সকাল সোয়া ৮টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন চালক মো. লিটন (৩৮)  ও সহযোগী আবুল খায়ের (২২)।

গতকাল রোববার বেলা পৌনে একটার দিকে এ দুর্ঘটনায় নাদিয়া নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হন। তিনি তখন তার বন্ধুর মোটরসাইকেলে ছিলেন। এ ঘটনায় ভাটারা থানা পুলিশ বাসটি জব্দ করলেও লিটন ও আবুল খায়ের পালিয়ে যান।

দুর্ঘটনার পর পরিবারের পক্ষ থেকে ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়।