গুলিস্তানের সেই ভবন ভাঙা হবে কি না, জানা যাবে ‘৪৫ দিন পর’

By স্টার অনলাইন রিপোর্ট
10 March 2023, 07:09 AM
UPDATED 10 March 2023, 13:13 PM

গুলিস্তানের বিস্ফোরণে বিধ্বস্ত সেই ভবন পুনরায় সংস্কার করা হবে নাকি ভাঙা হবে, তা নির্ধারণ করতে ৪৫ দিন সময় লাগবে বলে জানিয়েছে রাজউকের তদন্ত কমিটি।

আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কমিটির এক সদস্য এ কথা জানান।

বিস্ফোরণের পর ৭ তলা ওই ভবনের ২৪টি পিলারের মধ্যে ৯টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ৯টি পিলার স্থির রাখতে স্টিল প্রপিং বসানো হচ্ছে।

এই ঘটনায় এখন পর্যন্ত ২২ নিহত ও অন্তত ১০০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

বিস্ফোরণের পর ৬ সদস্যের তদন্ত কমিটি করেছে রাজউক। মেজর (অবসরপ্রাপ্ত) শামসুদ্দিনের নেতৃত্বাধীন এই কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।