কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গাছ ভেঙে পড়ে আহত ৫

By স্টার অনলাইন রিপোর্ট
1 August 2023, 15:44 PM

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গাছ ভেঙে গাড়ি ও রিকশার ওপর পড়ে ৫ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এম মাকসুদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের একটি বড় কৃষ্ণচূড়া গাছ ভেঙে সড়কে চলমান গাড়ি ও রিকশার ওপর পড়ে। এতে গাড়ির ৩ যাত্রীসহ ৫ জন আহত হন। তাদের মধ্যে একজনের মাথা ফেটে গেছে। বাকি ৪ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।'

'পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ৩০ মিনিটের মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন করেন', যোগ করেন তিনি।

দুর্ঘটনা কবলিত গাড়িটি গণপূর্ত অধিদপ্তরের বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক।