শাহজালালে পদ্মা অয়েলের গাড়িচাপায় বিমানের টেকনিক্যাল সহকারী নিহত

By স্টার অনলাইন রিপোর্ট
17 August 2023, 10:54 AM

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পদ্মা অয়েলের গাড়িচাপায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারক্রাফট টেকনিক্যাল সহকারী মোহাম্মদ সাদ্দাম হোসেন নিহত হয়েছেন।

বুধবার রাতে বিমানবন্দরের ভেতর বে-৭ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা যায়, রাতে বিমানবন্দরের ভেতর বে-৭ নম্বর এলাকায় ডিউটিতে ছিলেন সাদ্দাম। সেসময় পদ্মা অয়েল কোম্পানির একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে দ্রুত উত্তরার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'চালকসহ পদ্মা অয়েলের গাড়িটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেবেন।'

বিমানবন্দর থানার এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে গাড়িটিকে জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।