গাজীপুরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে দগ্ধ ৩৫

By নিজস্ব সংবাদদাতা, গাজীপুর
13 March 2024, 13:39 PM
UPDATED 16 March 2024, 10:58 AM

গাজীপুরের কোনাবাড়ীতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে টপ স্টার গার্মেন্টস ফ্যাক্টরির কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন দ্য ডেইলি স্টারকে জানান, এ ঘটনায় আহত হয়েছেন ৩৫ জন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরিফিন দ্য ডেইলি স্টারকে জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী টপ স্টার গার্মেন্টস ফ্যাক্টরির পাশের একটি কলোনিতে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের এই ঘটনা ঘটে।

তিনি বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

কোনাবাড়ী ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আইয়ুব আলী জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে।

এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ মাইদুল ইসলাম, মোহাম্মদ কুটি, মোহাম্মদ আরিফুল, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ সোলেমান, মোহাম্মদ আকাশ, মোহাম্মদ নূর নবী, মোহাম্মদ নিরব, মোছাম্মৎ শিল্পী, মোহাম্মদ নাঈম।