ভবনের বেজমেন্ট অক্ষত, ভিকটিমদের কেউ নেই সেখানে: ফায়ার সার্ভিস

By নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ
29 August 2024, 07:32 AM
UPDATED 29 August 2024, 13:42 PM

নারায়ণগঞ্জে গাজী টায়ারস কারখানার ছয়তলা ভবনের বেজমেন্টে অনুসন্ধান চালিয়ে কোনো ভিকটিমের খোঁজ মেলেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ওই বেজমেন্টে প্রবেশ করে।

সেখানে অনুসন্ধান চালিয়ে কোনো ভিকটিমকে পাওয়া যায়নি বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল মন্নান৷

মান্নান বলেন, 'ভবনটিতে একটি বেজমেন্ট থাকার তথ্য আমাদের কাছে ছিল৷ সেখানে কেউ আটকা পড়েছিলেন কিনা সেটা দেখতে দুপুর ১২টার দিকে আমাদের একটি দল অনুসন্ধান চালায়৷ বেজমেন্টে আগুন পৌঁছায়নি, জায়গাটি অক্ষত রয়েছে৷ কিন্তু অনুসন্ধানে সেখানে কোনো ভিকটিমের খোঁজ মেলেনি।'

এর আগে সকাল এগারোটার দিকে সহকারী পরিচালক আনোয়ারুল হক জানিয়েছিলেন, তারা ভবনটির বেজমেন্টে অনুসন্ধান চালাবেন৷ তবে, ভবনটির চতুর্থ ও পঞ্চম তলার মেঝে ধসে পড়েছে। এ অবস্থায় পুরো ভবনে অনুসন্ধান বা উদ্ধার অভিযান চালানো যাচ্ছে না৷

সকালে ভবনটি পরিদর্শন করে ভেতরে ঢুকে উদ্ধার অভিযান চালানো 'খুবই বিপজ্জনক' বলে জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক রাকিব আহসান৷

ভবনটির ব্যাপারে কী করা হবে এবং কোন উপায়ে উদ্ধার অভিযান চালানো যাবে; এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত দেবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মন্নান৷