কু‌ড়িগ্রামে বাড়িতে আগুন লেগে ৪ বছরের শিশুর মৃত্যু

By নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট
15 February 2025, 09:42 AM

কুড়িগ্রামের রাজারহাটে বাড়িতে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় চার বছরের এক শিশু মারা গেছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে রাজারহাট উপজেলায় এ ঘটনা ঘ‌টে।

আগুনে মৃত আইরিন উপজেলার না‌জিমখাঁন ইউনিয়নের ডাংঘাট এলাকার আলা আমিন ও শিউলি বেগমের সন্তান। মেয়েকে তার নানা আব্দুল হান্নানের বা‌ড়ি‌তে রে‌খে ওই দম্প‌তি ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তছ‌লিম উদ্দিন এসব তথ্য জানান।

পুলিশ, ফায়ার সা‌র্ভিস ও স্থানীয় লোকজন জানায়, শুক্রবার রা‌তে রাজার হাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব কদমেরতল এলাকায় ওয়াজ মাহ‌ফিলের আয়োজন করা হয়। রা‌তে শিশু আইরিন‌কে ঘ‌রে রে‌খে আব্দুল হান্নান ও তার বা‌ড়ির লোকজন ওয়াজ শুন‌তে যান। এ সময় ঘরে আগুন লেগে শিশুটি ঘুমন্ত অবস্থায় মারা যায়।

রাজরহাট ফায়ার সা‌র্ভিস অ্যান্ড সি‌ভিল ডি‌ফে‌ন্স স্টেশন ইনচার্জ আবু তা‌হের ব‌লেন, প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হ‌চ্ছে বৈদ্যুতিক শর্ট সা‌র্কিট থে‌কে আগু‌নের সূত্রপাত হয়েছে।