কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ নিহত ৩
স্টার অনলাইন গ্রাফিক্স
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমিজমা–সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইল্যা গ্রামে এ ঘটনা ঘটে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন এরশাদ, কুলসুম ও আলতাফ হোসেন।
ওসি বলেন, 'জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে প্রথমে তর্কাতর্কি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশি অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।'
পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।