বনানীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

By স্টার অনলাইন রিপোর্ট
25 May 2025, 06:00 AM

রাজধানীর বনানী এলাকায় একটি কংক্রিট মিক্সার ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

কুর্মিটোলা ফায়ার স্টেশনের ওয়ারহাউজ ইন্সপেক্টর মেহেদী হাসান জানান, নিহতদের একজনের নাম আশফাকুর রহমান আসিফ (২৫)।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানান, সকাল ৯টার দিকে কাকলী বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলটি মহাখালীর দিকে যাচ্ছিল।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মেহেদী হাসান বলেন, মোটরসাইকেলটি রাস্তায় পিছলে পড়ে গেলে ট্রাকটি তাদের ওপর উঠে যায়।

পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।