৩ ঘণ্টার বেশি সময় ধরে জ্বলছে কড়াইল বস্তি

By স্টার অনলাইন রিপোর্ট
25 November 2025, 13:34 PM
UPDATED 25 November 2025, 20:49 PM

রাজধানীর মহাখালী এলাকায় কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে আসেনি। আজ মঙ্গলবার বিকেল ৫টার পর এ আগুন লাগে।

সন্ধ্যা সাড়ে ৮টায় এ প্রতিবেদন তৈরি পর্যন্ত বস্তিতে আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া বিভাগের পরিদর্শক আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, বিকেল ৫টা ১৯ মিনিটে তারা আগুনের খবর পান। আগুন নির্বাপণে প্রথমে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়।

ঘটনাস্থল থেকে ডেইলি স্টারের প্রতিবেদক জানান, ওই বস্তির ঘরগুলো টিন, বাঁশ, কাঠ ও লোহার তৈরি। একতলা, দোতলা, তিনতলা ঘরগুলো আগুনে জ্বলছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে বস্তির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

whatsapp_image_2025-11-25_at_18.56.19.jpeg
কড়াইল বস্তির আগুন। ছবি: স্টার

বস্তির বেশিরিভাগ বাসিন্দা সাধারণত পোশাককর্মী, রিকশাচালক, হকার বা দিনমজুর। বিকেলে আগুন লাগার সময় তাদের বেশিরভাগই বাড়িতে ছিল না।

সন্ধ্যার দিকে দেখা যায়, ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে স্থানীয়রা যে যেভাবে পারছেন চাপকল বা খাল থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।  

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে যাওয়া ভিডিওতে দেখা যায়, বস্তির বেশ বড় অংশ জুড়ে আগুন লেগেছে। আগুনের ধোঁয়ার কুণ্ডলি অনেক দূর থেকে দেখা যাচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।

তবে বস্তির বাসিন্দারা জানান, আগুনে শতাধিক ঘর পুড়ে গেছে। যে যেভাবে পারছেন ঘরের শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছেন।

একদিকে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, অন্যদিকে আগুন ছড়িয়ে পড়ছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।