চট্টগ্রামের কালুরঘাটে পোশাক কারখানার গুদামে আগুন

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
25 November 2025, 17:41 PM

চট্টগ্রাম নগরীর কালুরঘাট এলাকায় একটি তৈরি পোশাক কারখানার গুদামে আগুন লেগেছে।

আজ মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে এই আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, 'আগুন লাগার খবর পেয়ে কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে ৪টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছে।'  

রাত সাড়ে ১১টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানান তিনি।

এর আগে, গতকাল নগরীর কদমতলীতে একটি কম্বলের গুদামে আগুন লেগেছিল।