নারায়ণগঞ্জে নদীতে পাঁচ যানবাহন পড়ার ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার

By নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ
21 December 2025, 02:12 AM

নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন পড়ার ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত রাত দেড়টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশের ডুবুরি দল। এর আগে ঘটনার পর হাসপাতালে একজন মারা যান বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ('ক' সার্কেল) মো. হাসিনুজ্জামান।

নিহতরা হলেন সিঙ্গাপুর প্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেলচালক মো. রফিক (৩৫) ও ভ্যানচালক স্বাধীন (২৫)।

পুলিশ জানায়, শনিবার রাত নয়টার দিকে ফতুল্লার বক্তাবলীতে মাঝনদীতে পড়ে যায় একটি ট্রাক ও ট্রাকটির সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যান। দুর্ঘনার পর ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন তিনজন।

তাদের মধ্যে রফিককে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানায় পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানান, দুর্ঘটনার সাড়ে ৪ ঘণ্টা পর নৌপুলিশের ডুবুরি দল নিখোঁজ মাসুদ ও স্বাধীনের মরদেহ উদ্ধার করে।

নিহত মাসুদ রানা বাড়ি বক্তাবলী ইউনিয়নের গোপালনগরের আতাউর সরদারের ছেলে। একমাস আগে সিঙ্গাপুর থেকে তিনি দেশে এসেছেন। আবারও সেখানে যাওয়ার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ শহরে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন। প্রশিক্ষণ শেষে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন বলে পরিবারের সদস্যদের বরাতে জানান পুলিশ কর্মকর্তা হাসিনুজ্জামান।

বক্তাবলী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান বলেন, বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিটি ছাড়ে। মাঝ নদীতে পৌঁছে হঠাৎ ট্রাকটি চালু হয়ে যায়। এতে ট্রাকসহ সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যান পানিতে পড়ে যায়।

তিনি আরও বলেন, 'ধারণা করছি, ফেরিতে ওঠার পরও ট্রাকটি গিয়ারে ছিল। এ কারণে হঠাৎ চালু হলেও স্টিয়ারিংয়ে বসে থাকা চালক নিয়ন্ত্রণ করতে পারেননি। পাঁচটি যানবাহনের সবগুলোই পানিতে তলিয়ে যায়।'

এদিকে সাঁতরে ওঠার পর ওই ট্রাকচালক পালিয়ে যান বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা হাসিনুজ্জামান। তার ভাষ্য, 'ঘটনার সূত্রপাতের বিষয়ে নিশ্চিত হতে ট্রাকচালককে প্রয়োজন। কিন্তু তিনি সাঁতরে উঠতে পারলেও পুলিশ আসার আগেই পালিয়ে যান। তাকে খুঁজছে পুলিশ।'