গুলিস্তানে ভবনের ছাদে গুদামে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

By স্টার অনলাইন রিপোর্ট
26 December 2025, 12:22 PM
UPDATED 26 December 2025, 20:54 PM

গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ৮ তলা বাণিজ্যিক ভবনের ছাদের একটি গুদামে আগুন লেগেছে।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিস আগুনের খবর পায়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করে।

পরে রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি এবং আগুনের কারণও নিশ্চিত হওয়া যায়নি।