মেঘনায় জাহাজের ধাক্কায় ২৭৫ টন লবণবোঝাই ট্রলারডুবি

By নিজস্ব সংবাদদাতা, বরিশাল
2 January 2026, 13:37 PM

ভোলার মেঘনা নদীতে জাহাজের ধাক্কায় প্রায় ২৭৫ টন লবণবোঝাই একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

ঘন কুয়াশার কারণে নদীর তুলাতলী পয়েন্টে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রলারের ৭ শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

ভোলা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে কক্সবাজার থেকে খুলনার উদ্দেশে যাত্রা করা 'দোলোয়ারা' মালবাহী ট্রলারটি ঢাকা–চট্টগ্রাম রুটের ভোলা অংশ দিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিল। 

মধ্যরাতে ঘন কুয়াশায় ট্রলারটি মেঘনা নদীর তুলাতলী ঘাটের কাছাকাছি এসে নোঙর করে। রাত ২টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি জাহাজ ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ধীরে ধীরে ডুবে যেতে থাকে।

এ সময় শ্রমিকরা দ্রুত ট্রলারটিকে তীরের নেওয়ার চেষ্টা করেন।

কিন্তু, ট্রলারটি প্রায় ৯৫ শতাংশ ডুবে যায় এবং ট্রলারে থাকা ৭ শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হয় বলে নৌ পুলিশ জানায়। 

সকালে ট্রলারের মালিকপক্ষ উদ্ধার কাজ শুরু করে।

নৌ-পুলিশের ওসি জানান, ট্রলারটিতে প্রায় ২৭৫ টন লবণ ছিল। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত করছে স্থানীয় প্রশাসন।