রীভা-রাজিয়াসহ ৮ জনের বিরুদ্ধে ইডেন ছাত্রলীগ সহসভাপতির মামলা

By স্টার অনলাইন রিপোর্ট
28 September 2022, 07:14 AM
UPDATED 28 September 2022, 15:40 PM

নির্যাতনের অভিযোগে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রীভা ও সাধারণ সম্পাদক মোছা. রাজিয়া সুলতানাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন সহসভাপতি জান্নাতুল ফেরদৌসী।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালতে তিনি মামলা করেন। এতে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

সূত্র জানিয়েছে, বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদালত পরে আদেশ দেবেন।

জান্নাতুল ফেরদৌসীর পক্ষে শুনানি করেন নূর-ই-আলম। তাকে সহযোগিতা করেন আইনজীবী আমির আলী, আনোয়ার হোসেন মনির, সরকার রাশেদুল ইসলাম, আবুল কালাম ও মাজেদুর রহমান।