‘৫ বছরের শিশুকে হত্যার পর ৬ টুকরো করে ফেলা হলো সাগরে’

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
25 November 2022, 09:18 AM
UPDATED 25 November 2022, 15:53 PM

চট্টগ্রামের ইপিজেড থানা এলাকা থেকে ৫ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াত নিখোঁজের ১০ দিন পর দুজনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, শ্বাসরোধে হত্যার পরে আয়াতের মরদেহ ৬ টুকরো করে সাগরে ফেলে দেওয়া হয়।

আজ শুক্রবার দুপুরে পিবিআই চট্টগ্রাম মহানগরের পুলিশ সুপার (এসপি) নাঈমা সুলতানা দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিখোঁজ শিশুর সন্ধানে একই বাড়ির ভাড়াটিয়া আবির ও তার বন্ধু হাসিবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। গতকাল আবির জানায়, মুক্তিপণ আদায়ের উদ্দেশে তিনি আয়াতকে অহরণের চেষ্টা করেছিলেন। সে সময় শ্বাসরুদ্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়। এরপর ইপিজেড থানা এলাকা মরদেহ ৬ টুকরো করে তিনি আউটার রিং রোড এলাকায় সাগরে ফেলে আসেন।'

'আজ আবিরকে নিয়ে আউটার রিং রোডে অভিযান চালানো হলেও মরদেহ পাওয়া যায়নি। ভাটার সময় মরদেহ ফেলে আসা হয়েছিল, ধারণা করা হচ্ছে জোয়ারে ভেসে গেছে,' বলেন নাঈমা সুলতানা।

গত ১৫ নভেম্বর নিখোঁজ হয় আয়াত। ওই ঘটনায় তার বাবা আজহারুল ইপিজেড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।