গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার

By সংবাদদাতা, গোপালগঞ্জ
28 November 2025, 13:54 PM
UPDATED 28 November 2025, 20:01 PM

গোপালগঞ্জের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে  হোটেলের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম আলহাম মিয়া (৬১)। তিনি রাজবাড়ী সদর উপজেলার কাজীকান্দা গ্রামের ইউছুব মোল্যার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৫ নভেম্বর দাপ্তরিক কাজে রাজবাড়ী থেকে গোপালগঞ্জ এসে হোটেলে উঠেছিলেন আলহাম মিয়া। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার দিকে তিনি কক্ষেই ছিলেন। সকালে তিনি ঘুম থেকে না ওঠায় হোটেল কর্মীদের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে কক্ষের দরজা খুলে ভেতরে প্রবেশ করে।

ওসি শাহ আলম আরও বলেন, 'ভেতরে গিয়ে দেখি তিনি বিছানার পাশে পড়ে আছেন, পাশে বমিও রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। তবে নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।'

এ ঘটনায় নিহতের পরিবারকে জানানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।