গোপালগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা, শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পরিবারের

By সংবাদদাতা, গোপালগঞ্জ
5 December 2025, 12:54 PM

গোপালগঞ্জের মুকসুদপুরে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, গতকাল বৃহস্পতিবার মেয়েটি আত্মহত্যা করেছে।

আজ শুক্রবার মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল দ্য ডেইলি স্টারকে মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

মৃত শিক্ষার্থীর মা বাদী হয়ে মাদ্রাসা সুপার মোহাম্মদ মাহমুদুল হাসান শিকদার ও শিক্ষক খাদিজা বেগমের বিরুদ্ধে মুকসুদপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

তিনি সাংবাদিকদের বলেন, 'কিছুদিন আগে মাদ্রাসা ছুটির পর খাদিজা ম্যাডামের সহযোগিতায় মাহমুদুল হাসান আমার মেয়েকে ধর্ষণ করেন। ঘটনার ৮ দিন পর গত বুধবার মেয়ে আমাদের বিষয়টি জানায়। আত্মহত্যা করবে বলেও সে হুমকি দেয়।'

পরে গতকাল বৃহস্পতিবার মেয়েটি আত্মহত্যা করে বলে জানিয়েছে পরিবার।

এরপর গ্রামবাসী অভিযুক্ত মাদ্রাসা সুপারকে আটক করে পিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে।

পুলিশ পরিদর্শক শীতল চন্দ্র পাল বলেন, 'ধর্ষণের অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন আছে। মাদ্রাসা সুপার মোহাম্মদ মাহমুদুল হাসান শিকদার ও শিক্ষক খাদিজা বেগমকে আটক করা হয়েছে।'