খিলক্ষেতে ডোবা থেকে কলেজশিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার

By স্টার অনলাইন রিপোর্ট
6 May 2023, 14:33 PM

রাজধানীর খিলক্ষেত এলাকায় ডোবা থেকে একটি গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার বিকেলে খিলক্ষেত থানাধীন নূরপাড়ায় একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ওই যুবকের নাম একরামউল্লাহ (২৩)। তিনি তেজগাঁও কলেজের অ্যাকাউন্টিং বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক বলেন, 'তার বাসা ডুমনিতে। গতকাল রাত সোয়া ১১টার দিকে তিনি বাসা থেকে বের হয়েছিলেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন।'

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।

ওসি বলেন, 'ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'