গায়ক নোবেল আটক

By স্টার অনলাইন রিপোর্ট
20 May 2023, 06:57 AM
UPDATED 20 May 2023, 13:12 PM

গায়ক মাঈনুল আহসান নোবেলকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ শনিবার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন।

তিনি জানান, নোবেলের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। আজ সকালে তাকে আটক করা হয়েছে।

ডিবির লালবাগ বিভাগের ডিসি মশিউর রহমান ডেইলি স্টারকে বলেন, 'নোবেলের বিরুদ্ধে মতিঝিল থানায় দায়ের করা অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।'

ডিএমপি সূত্রে জানা গেছে, নোবেলকে আটকের বিষয়ে আজ দুপুর ২টায় তাদের পক্ষ থেকে ব্রিফ করা হবে।