গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

By স্টার অনলাইন রিপোর্ট
6 June 2023, 06:09 AM
UPDATED 6 June 2023, 12:14 PM

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি দুদকের প্রধান কার্যালয়ে যান। এর পরপরই দুদকের উপপরিচালক আলী আকবর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

এর আগে তাকে ২১ ও ২২ মে হাজির হতে বলা হলেও তিনি আরও সময় চেয়েছিলেন।

পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৬ ও ৭ জুন দিন ধার্য করে দুদক।

জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।