বেনাপোল স্থলবন্দর থেকে ২৩ ককটেল উদ্ধার

By নিজস্ব সংবাদদাতা, বেনাপোল
3 September 2023, 16:43 PM

বেনাপোল স্থলবন্দর এলাকার একটি কেমিক্যাল শেডের পশ্চিম পাশে ড্রেনের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২৩টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ৮টা দিকে ককটেলগুলো উদ্ধার করা হয়। 

তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ছাড়া ককটেলগুলো কোনো নাশকতার জন্য সেখানে রাখা হয়েছিল কি না সেটা তদন্ত করে দেখছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া জানান, বেনাপোল বন্দর এলাকার ৩৫ নম্বর কেমিক্যাল শেডের পাশে একটি ড্রেনের মধ্য পরিত্যক্ত অবস্থায় বিপুল সংখ্যক তাজা ককটেল রাখা হয়েছে। এমন ধরনের গোপন সংবাদ পেয়ে ওসির নেতৃত্বে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ২৩টি তাজা ককটেল উদ্ধার করেন। কে বা কারা ককটেলগুলো রেখেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে থানায়।