কুলাউড়া সীমান্তে গুলিবিদ্ধ কিশোরের মৃত্যু

By নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার
5 October 2023, 10:47 AM
UPDATED 5 October 2023, 16:56 PM

মৌলভীবাজারের কুলাউড়ার লালারচক সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক কিশোরের নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

গুলিবিদ্ধ হওয়ার দুই দিন পর গত মঙ্গলবার রাতে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ বছর বয়সী ফেরদৌসের মৃত্যু হয়। 

ময়নাতদন্তের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে জানিয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী।

ফেরদৌস মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক এলাকার মৃত মাহমুদ আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে শরীফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমান জানান, গত ১ অক্টোবর বিকেলে লালারচক সীমান্তের ১৮৫৭ ও ১৮৫৮ সালের প্রধান সীমানা পিলারের মধ্যে ফেরদৌসকে দেখতে পেয়ে বিএসএফ গুলি চালায়। পরে স্বজনরা গিয়ে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেলে নিয়ে যায়। সেখানে অস্ত্রোপচার করে তার শরীর থেকে গুলি বের করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে ওই কিশোরের মৃত্যু হয়।

স্থানীয়দের ভাষ্য, মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত ছিল ফেরদৌস।

শ্রীমঙ্গলে অবস্থানরত বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার জানান তিনি ঘটনাটি শুনেছেন। ঘটনার তদন্ত করা হবে।