সাভারে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

By নিজস্ব সংবাদদাতা, সাভার
13 April 2024, 05:39 AM
UPDATED 13 April 2024, 11:47 AM

​​​​​​​​​​​​ঢাকার সাভারে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে সাজ্জাদ হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ শনিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ শাহ্ জামান।

তিনি জানান, শুক্রবার রাত ১১ টার দিকে সাভার পৌরসভার ২ নং ওয়ার্ডের আরাপাড়ার বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ হোসেন ঢাকার মোহাম্মদপুর থানার রায়েরবাজার ছাতা মসজিদ এলাকার মো. শাহীন আলম নুরার ছেলে। তিনি সাভারের আরাপাড়া এলাকার কফিল উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন।

নিহতের স্বজন বাপ্পি মিয়া বলেন, গতকাল রাতে সাভার পৌরসভার আরাপাড়ার বালুর মাঠ এলাকায় সাজ্জাদকে স্বপন গ্যাংয়ের সদস্যরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেয়া হলে সাজ্জাদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের খালু নজরুল ইসলাম বলেন, রাতে এলাকায় সাজ্জাদ ও তার বন্ধুরা আড্ডা দিচ্ছিল। এসময় স্বপন গ্যাংয়ের দুই সদস্য রিকশায় করে যাওয়ার সময় সাজ্জাদ ও তার বন্ধুদের পরিচয় জানতে চায়। পরে তাদের সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে ওই দুই সদস্যকে চড়থাপ্পড় মারে সাজ্জাদ ও তার বন্ধুরা। এর প্রায় দেড় ঘণ্টা পরে স্বপনসহ তার গ্যাংয়ের আরও ৭/৮ সদস্য ঘটনাস্থলে এসে সাজ্জাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ শাহ জামান বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।