সাভারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

By নিজস্ব সংবাদদাতা, সাভার
13 December 2025, 19:28 PM

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

শনিবার রাত ১০টার দিকে মহাসড়কের গেন্ডা এলাকায় নবীনগরমুখী সার্ভিস লেনে এ ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম।

তিনি বলেন, রাত ১০টার দিকে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। 

কীভাবে আগুন লেগেছে, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী ডেইলি স্টারকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসের মালিক, চালক বা প্রত্যক্ষদর্শী কাউকে পায়নি। কীভাবে বাসটিতে আগুন লেগেছে, তা তদন্তের পর জানা যাবে।