অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে ২ পক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত ৯০
স্টার অনলাইন গ্রাফিক্স
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার আগুয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত হয়েছেন ৯০ জনের বেশি গ্রামবাসী।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-আব্দুল কাদির (২৫), সিরাজ মিয়া (৫০) ও লিলু মিয়া (৪০)।
অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেন, 'সিএনজি স্ট্যান্ডের দখল নিয়ে গ্রামের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন ৯০ জনের বেশি।'
আহতদের চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।