আজমিরীগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত, ১৪৪ ধারা
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার দুপুরে আজমিরীগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম এই আদেশ জারি করেন।
আদেশে বলা হয়, মঙ্গলবার দুপুর ১টা থেকে বুধবার দুপুর ১টা পর্যন্ত সংঘর্ষের এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।
রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, পরিস্থিতি বিবেচনায় আদেশের সময়সীমা বাড়ানো হতে পারে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কুমেদপুরের হান্নান মিয়া এবং সরকারহাটী এলাকার আল কোরান সওদাগরের মধ্যে বিরোধ ছিল। গতকাল সোমবার সন্ধ্যায় কাকাইলছেও বাজারে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। সেসময় কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়। আহত হন দুই পক্ষের অন্তত ২০ জন। এর জেরে মঙ্গলবার সকাল ৮টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ায় দুপক্ষ। সংঘর্ষে গুরুতর আহত রাসেল মিয়াকে (৪৫) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।