সাবেক এমপি বদি চট্টগ্রামে আটক
আব্দুর রহমান বদি। ছবি: সংগৃহীত
কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে আটক করেছে র্যাব।
আজ মঙ্গলবার রাতে র্যাব-৭ জানায়, চট্টগ্রাম নগরীর জিইসি এলাকা থেকে বদিকে আটক করা হয়েছে।
র্যাব-৭ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'গোপন তথ্যের ভিত্তিতে সাবেক এমপি বদিকে জিইসি এলাকা থেকে আটক করে কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তার বিরুদ্ধে দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে কক্সবাজার র্যাবের কাছে হস্তান্তর করা হবে।'
এ বিষয়ে ঢাকায় র্যাব সদরদপ্তর থেকে পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে র্যাব।
