রিমান্ড শেষে সাবেক আইজিপি শহীদুলকে কারাগারে পাঠানোর নির্দেশ

By স্টার অনলাইন রিপোর্ট
11 September 2024, 04:14 AM

গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ৪৫ বছর বয়সী ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে কর্মরত একজন উপ-পরিদর্শক দ্য ডেইলি স্টারকে জানান, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার এই আদেশ দেন।
একই মামলায় ৪ সেপ্টেম্বর শহীদুলকে রিমান্ডে নেওয়া হয়।

গত ২১ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৯ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় মামলাটি করেন ওয়াদুদের শ্যালক আব্দুর রহমান।

৪ সেপ্টেম্বর ভোরে উত্তরা এলাকা থেকে শহীদুলকে গ্রেপ্তার করে পুলিশ।

সাবেক এই পুলিশ প্রধান হত্যাসহ একাধিক মামলার আসামি।

শহীদুল হক ২০১৪ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন।