ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেপ্তার

By স্টার অনলাইন রিপোর্ট

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দারকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে জেলার আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাবের মিডিয়া উইংয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৪ আগস্ট ঝিনাইদহ সদর উপজেলায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় নায়েব আলীকে গ্রেপ্তার করা হয়েছে

গত মার্চ মাসে সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুর পর আসনটি শূন্য হলে উপনির্বাচনে নায়েব আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।