হত্যা মামলায় সাবেক এমপি আলী আজম মুকুল আটক

By স্টার অনলাইন রিপোর্ট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নাহিদুল ইসলামকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে র‌্যাব-২।