স্ত্রী, কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর সুর চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা

By স্টার অনলাইন রিপোর্ট

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও তাদের কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার দুদকের উপ-পরিচালক আখতারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্নীতির অভিযোগের তদন্ত শেষে প্রতিবেদনের ভিত্তিতে দুদক মামলা করার সিদ্ধান্ত নেয়। ওই তিনজন দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ (২০০৪ সনের ৫ নং আইন) এর ২৬(১) ধারা মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে দুদকে সম্পদের বিবরণী দাখিল করতে ব্যর্থ হন।

উল্লেখিত ধারার বিধান মোতাবেক উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।