চাঁদপুরে কার্গো জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা: শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

By নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর

চাঁদপুরের মেঘনা নদীতে সারবাহী কার্গো জাহাজে সাতজনকে কুপিয়ে হত্যার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে কমিটির আহ্বায়ক ও যুগ্মসচিবকে সদস্য সচিব করা হয়েছে।

এ কমিটিকে সংঘটিত হত্যাকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও দায়দায়িত্ব নিরূপণ, অনুরূপ নৌ দুর্ঘটনা রোধে ভবিষ্যতে করণীয় নির্ধারণ করে সুস্পষ্ট সুপারিশসহ একটি প্রতিবেদন আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া, এ ঘটনায় গভীর শোক প্রকাশ এবং হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করেছে শিল্প মন্ত্রণালয়।