ওয়াজের নামে রাজনৈতিক বক্তব্য দিলে গ্রেপ্তার: চাঁদপুরের জেলা প্রশাসক

By সংবাদদাতা, চাঁদপুর
18 December 2025, 14:43 PM
UPDATED 18 December 2025, 20:48 PM

ওয়াজ মাহফিলের নামে রাজনৈতিক বক্তব্য দিলে জরিমানাসহ তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।

হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আজ বৃহস্পতিবার সকালে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, 'কোনো ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য দেওয়া হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।'

তিনি এ ক্ষেত্রে প্রশাসনের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করেন।

এ সময় তিনি হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনকে তাৎক্ষণিক নির্দেশনা দিয়ে বলেন, বিষয়টি কঠোরভাবে তদারকি করতে হবে। 

জেলা প্রশাসক যোগ করেন, 'আমরা আগের জায়গায়, অর্থাৎ বিশৃঙ্খলা বা অস্থিরতার দিকে ফিরে যেতে চাই না।'

ডিসি নাজমুল ইসলাম সরকার বলেন, জেলা প্রশাসন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। ধর্মীয় সভা বা ওয়াজ মাহফিলকে রাজনৈতিক প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়।

তিনি আরও বলেন, ধর্মীয় প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা বা উসকানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগও কাউকে দেওয়া হবে না। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেলাপ্রশাসক দ্য ডেইলি স্টারকে জানান, গত এক সপ্তাহে তিনি অন্তত ছয় থেকে সাতটি অভিযোগ পেয়েছেন ওয়াজের নামে রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয়ে। হাজীগঞ্জে এসেও তিনি একই ধরনের প্রশ্নের মুখোমুখি হয়েছেন। 

তিনি ডেইলি স্টারকে বলেছেন, 'নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয়, সে কারণেই আমি এ ধরনের বক্তব্যের বিষয়ে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছি।'