পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম: শেখ হাসিনা ও মেয়ে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে মামলা

By স্টার অনলাইন রিপোর্ট
12 January 2025, 11:35 AM
UPDATED 12 January 2025, 17:41 PM

রাজধানীর পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার দুদকের মহাপরিচালক আখতার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি আরও জানান, প্লট বরাদ্দে অনিয়মের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে হাসিনা ও পুতুলের বিরুদ্ধে মামলা ছাড়াও পরিবারের আরও চার সদস্যের নামে অনুসন্ধান চলছে।

শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।

অভিযোগে বলা হয়, শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে রাজনৈতিক বিবেচনায় প্লট বরাদ্দ করেছেন। তার নিজের নামে ছাড়াও জয়, পুতুল, রেহানা, ববি ও আজমিনা সিদ্দিকের নামে প্লটগুলো বরাদ্দ করা হয়েছে।

পূর্বাচল নিউ টাউন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক অঞ্চলে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ছয়টি প্লট বরাদ্দ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।